পাঁচগাও ইউনিয়নের মধ্যে দুইটি বাজার রয়েছে। এর মধ্যে একটি বাজারে সপ্তাহে ১ দিন হাট বসে । বাজার দুইটিতে ইউনিয়নের প্রায় ১০-১২ হাজার লোক প্রতিদিন কোন না কোন কাজে আসা যাওয়া করে ।
নিচে বাজার ২ টির নাম ও বর্ননা দেওয় হল ।
১.পাঁচগাও বাজার
গ্রাম:পাঁচগাও,ডাকঘর:পাঁচগাও,উপজেলা:টংগীবাড়ী,জেলা:মুন্সীগঞ্জ।
আয়তন প্রায় ১০একর ,বাজারটিতে প্রায় ২০০ দোকান আছে।
২.শিদ্ধেশ্বরী হাট বাজার
গ্রাম:মান্দ্রা,ডাকঘর:রাউৎভোগ,উপজেলা:টংগীবাড়ী,জেলা:মুন্সীগঞ্জ।
আয়তন প্রায় ৬ একর ,বাজারটিতে প্রায় ১০০ দোকান আছে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস