Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভা সমূহ

স্থানঃ- পাঁচগাও  ইউনিয়ন পরিষদ

তাং- ২৭-০৫-২০১৪

সময়ঃ- বিকাল ৩.০০ ঘটিকা

সভায় উপস্থিত সদস্যদের নাম ও মন্তব্য

ক্রমিক নং

নাম

পদবী

স্বাক্ষর

আলী আহম্মেদ শেখ

সভাপতি

স্বাক্ষরিত

জাহানারা বেগম

সদস্য

স্বাক্ষরিত

সালমা বেগম

সদস্য

স্বাক্ষরিত

আলেয়া বেগম

সদস্য

স্বাক্ষরিত

কাশেম হাওলাদার

সদস্য

স্বাক্ষরিত

কামরুজ্জামান বাবুল

সদস্য

স্বাক্ষরিত

জাহাঙ্গীর বেপারী

সদস্য

স্বাক্ষরিত

দেলোয়ার শেখ

সদস্য

স্বাক্ষরিত

মিলন মোল্লা

সদস্য

স্বাক্ষরিত

১০

মোহাম্মদ আলী বেপারী

সদস্য

স্বাক্ষরিত

        ১১ স্বপন শেখ                  সদস্য               স্বাক্ষরিত
        ১২ মোহাম্মদ আলী শেখ                  সদস্য               স্বাক্ষরিত
       ১৩ ইদ্রিস বেপারী                  সদস্য               স্বাক্ষরিত

 

জনাব আলী আহম্মেদ শেখ চেয়ারম্যান পাঁচগাও ইউনিয়ন পরিষদ এর সভাপতিত্বে সভার কাজ শুরু হইল।চেয়ারম্যান সাহেব সভায় জানান যে, ২০১৩-২০১৪ অর্থ বছরে পাঁচগাও ইউনিয়নে বিষেশ কাবিখা বরাদ্দ ২,৫০,০০০ টাকা(দুই লক্ষ পঞ্চাশ হাজার)পাওয়া গিয়াছে। বরাদ্দের অর্থের দ্বারা নিম্নলিখিত প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হইবে।

 

প্রকল্পের নাম: গারুড়গাও হাসাইল রাস্তায় অবশিষ্ট্য অংশ সমাপ্তকরন।

 

প্রকল্প কমিটি :                               

১.ইদ্রিস বেপারী -        ইউপি সদস্য-----সভাপতি

২.মো: মনির হোসেন-   সমাজ সেবক---সেক্রেটারী

৩.আ: মজিদ শেখ-      গন্যমান্য -------সদস্য

৪.আলেয়া বেগম-        ইউপি সদস্য-----সদস্য

৫.আকলিমা বেগম-     আনসার ভিডিপি--সদস্য

 

সভায় প্রকল্প বাস্তবায়ন কমিটি সর্ব সম্মতিক্রমে গৃহিত হয়।