নদী
অত্র ইউনিয়নটি পদ্মা নদী বেষ্টিত একটি ইউনিয়ন । দক্ষিনের বেশ কয়েকটি জেলার সাথে যোগাযোগের একটি সহজ মাধ্যম এই পদ্মা নদী ।এই নদীতে মাছ ধরে অনেক জেলেরা জীবীকা নির্বাহ করে থাকে। পদ্মার ইলিশ অত্যন্ত বিখ্যাত। প্রতিদিন পদ্মার পানিতে অনেক লোক গোসল করে। বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষ্যে পর্যটকরা পদ্মা নদীতে নৌকা/ট্রলার ভ্রমনে বেড়াতে আসে। পড়ন্ত বিকেলের সুর্যাস্তের দৃশ্য ও নির্মল বাতাসে প্রতিদিনই এলাকা এবং এলাকার বাইরের অনেক লোক সারাদিনের ক্লান্তি কাটাতে ঘুরতে আসে।
খাল
টংগীবাড়ী উপজেলা থেকে একটি খাল ধীপুর হয়ে শিদ্ধেশ্বরী বাজার ঘেষে পাঁচগাও গ্রামের মধ্যে দিয়ে বয়েগেছে।
এই খালটি পাঁচগাও হয়ে সরাসরি পদ্মানদীতে পরেছিল । কিন্তু বর্তমানে নদীরপার বাধ দেওয়ার ফলে নদীর সাথে এই খালটির যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস